আওয়ামীলীগের দেশ পরিচালনায় অনেক ভুল ত্রুটি থাকতে পারে কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসেবে এদেশের কোটি কোটি মানুষের আশাভরষার স্থল ঐ একটিই। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। এ কথার সাথে কারো দ্বিমত থাকার কথা নয়। আওয়ামীলীগ এবং শেখ হাসিনার প্রতি মানুষের প্রত্যাশাটা খুব বেশী। যেকারণে সামন্য ত্রুটি বিচ্যুতি হলেই আমরা আশাহত হই। তবে এটিও বুঝতে হবে শেখ হাসিনা মানুষ । বাংলাদেশের মত স্বল্পন্নত দেশের রাষ্ট্র পরিচালনা করাটা দুরহ কাজ। এ সবগুলি বিষয় মাথায় নিয়ে আমাদের ভাবতে হবে আমরা কি তপ্ত কড়াই থেকে জলন্ত উনুনে ঝাপ দিবো ? অবশ্যই না। কেউ যদি মনে করেন আওয়ামীলীগকে বাদ দিয়ে ১৮ দলকে বেছে নিবেন। তাদের উদ্দেশ্যে শুধু এটুকুই বলি তখন ক্ষমতায় বিএনপি আসবে না , ক্ষমতায় আসবে জামাত শিবির। মনে পড়ে কি ২০০১ এর নির্বাচন পরবর্তী কথা ? এবার এক পূর্ণিমা নয় লক্ষ পূর্নীমা ধর্ষিত হবে। ২১ আগস্ট , বাংলা ভাই , ৬৪ জেলায় বোমা হামলা , ১০ ট্রাক অস্ত্র চালান এখনো কি আমাদেরকে তাড়িত করে না ? আওয়ামীলীগকে ক্ষমতায় আনার চেয়ে বেশী জরুরী হবে আমাদের অস্তিত্ব টিকিয়ে রাখা। আগামী নির্বাচন হবে দ্বিতিয় মুক্তযুদ্ধ। আবার বলি অনেক ভুল ত্রুটির পরও আমাদের আশ্রয়স্থল ঐ একটাই। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। এখন থেকে সবাই সতর্ক হোন।
No comments:
Post a Comment